ব্লাকমেইলার চাচাতো বোন ( সিজন ২ ) | পার্ট- ৫ | বাংলা রোমান্টিক ভালোবাসার গল্প | চাচাতো বোনের সাথে প্রেম | ব্লাকমেইল ভালোবাসার গল্প

 

সিজন ২

ব্লাকমেইলার চাচাতো বোন

পার্টঃ ৫ম /অন্তিম পর্ব

রোমান্টিক ভালোবাসার গল্প

___নিধি রাগি দৃষ্টিতে তাকিয়ে রইছে আমার দিকে । জানি এর প্রতিশোধ রাতে ঘুমানোর সময় নিবে ......
___আমি ফ্রেশ হতে হতে খাবারের সময় চলে এসেছে । আমি খাবার টেবিলে যেয়ে দেখি সবাই আসছে কিন্তু নিধি আসে না মেজাজ টা পুরাই গরম হয়ে গেল ।
তখনই আম্মু আমার হাতে খাবারের বাটি দিয়ে বলল...
___নিধি বলছে তোকে দিয়ে খাবার পাঠাতে উপরে তাহলে নাকি নিধি খাবার খাবে ।
___ও গুন্ডিটার মনে এই ছিল আমার হাতে খাবে (মনে মনে)
___আচ্ছা নিয়ে যাবো কিন্তু আমার খাবার কই ।
___আচ্ছা এই নে (আরেকটা বাটি দিয়ে )
___দুইটা প্লেটে খাবার নিয়ে চলে গেলাম নিধির রুমে ।যেয়ে দেখি নিধি উল্টো হয়ে শুয়ে রইছে । টেবিলে প্লেট দুইটা রেখে নিধির কাছে গেলাম যেই নিধির হাতটা ধরতে যাবো তখনই লাফ দিয়ে শুয়া থেকে উঠে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর উঠে গেছে ।
___ঘটনা এতো দ্রুত ঘটে গেছে আমি কিছুই বুঝতে পারি না । ছেয়ে দেখি নিধি আমার বুকের উপর ।
___নিধি এগুলা কি শুরু করছত নাম আমার উপর থেকে ।
___না আমি নামবো না সে সময়ের কথা বুলে গেছত আমার সাথে ধোকাবাজি ।
___দেখ নিধি মন কিন্তু এখন ভালো নেই কিছু করিছ না ।
___তোর মন ভালো করার দায়িত্ব আমার তুই শুধু চোপ থাক ।
___নিধি ঘুমানোর সময় যা ইচ্ছা করিছ এখন খাবার গুলা খেয়ে নে প্লিজ ।।
___ আচ্ছা পরে বাধা দিবি নাতো ।
___ আচ্ছা দিবো না । খাবার গুলা খেয়ে নে সারাদিন কিছুই খাছ না ।
___তুই আমারে খাবার খাওয়াই দিবি ।
___তাহলে আমি খাবো কি করে ।
___কেন আমার হাতে খাবি ।
___আচ্ছা .....
___ তারপড় নিধি উপর থেকে উঠে খাবারের এক প্লেট নিয়ে আমার কোলে বসে ...
___ নে এ প্লেট আমাকে খাওয়াই দে পরের টা আমি তোকে খাওয়াই দিবো ।(নিধি)
___নিধি হাত ধুয়ে নেই তারপর খাইছ ।
___নিধি কোল থেকে নেমে গিয়ে একটা বাটি গ্লাস জগ নিয়ে হাত ধুয়ে দিয়ে আবার কোলে উঠছে ।
___আসলেই তুই একটা পাগলি ।
___হুম তোর পাগলি তাইতো তোরে জালাই ।
___আর আমি পাগল তাইতো কিছু মনে করি না ।
___তারপড় নিধি আমার হাতে খাবার খেয়ে আমাকে খাইয়ে দেয় । খাবার শেষে আমরা বসে কথা বলতাছি ...
___রবিউল আমাকে একটা গল্প শোনা (নিধি)
___শুনবি তুই ।
___হুম ..
__নিধি রবিউলকে নিয়ে নিচে আয় তোর বড় আব্বু তোকে ডাকছে (নিধির আম্মু)(দরজার কাছ থেকে বলল)
___ আচ্ছা নিধি নিচে যাই দেখি কি বলে আর রাতে তোকে গল্প বলবো (আমি)
___হুম বলেই আমার সাথে নিচে নেমে গেল ।
___নিধি যেয়ে নিধির বড় আব্বুর কাছে বসলো আর আমি ছোট আম্মুর কাছে ।
___রবিউল তোর মা বললো তুই চাকরি পাইছত (আব্বু)
___হুম পাইছি গতকাল (মাথা নিচু করে )
___আচ্ছা ভালো খবর এখন থেকে তোরা দুজন একসাথে থাকবি (আব্বু)
___কোনদিন আবার আলাদা চিলাম(বিড়বিড় করে)
___পাশ থেকে ছোটো আম্মু হালকা ধাক্কা দিয়ে বলতাছে ..
___ভাবিস না আমরা জানি না আমরা সবই জানি তোরা প্রথম থেকে একসাথে থাকস (ছোট আম্মু কানে কানে বলল)
___আমি অবাক হয়ে প্রশ্ন সূচক দৃষ্টিতে ছোট আম্মুর দিকে তাকাইলাম আর তিনি মাথা নেড়ে বুজিয়ে দিলেন হ্যঁ ।
___হঠাৎ আম্মু বলে উঠলো ,, আমরা নাতি নাতনির মুখ কবে দেখবো নিধি ।
___আমরা তো এখনো এমন কিছুই করলাম না কিরে রবিউল বলছ না কেন ।(আমার দিকে তাকিয়ে বলল নিধি )
___এমন নিলর্জ মার্কা কথা শুনে আমার ফ্লোর ভেঙ্গে নিচে ডুকে যেতে মন চাচ্ছে ।আমি যেন লজ্জায় কিছু বলতে পারছি না আবার সেখান থেকে যেতেও পারছি না ।
আমার অবস্থা দেখে ছোট আম্মু ইশারা করলো আর সবাই চলে গেছে এখন শুধু আমি আর নিধি বসে রইছি ।
___কিরে তোর আক্কেল কবে হইবো কোথায় কি বলতে হয় জানোস না (আমি )
___আরে ধুর আপন মানুষের কাছে বলতে লজ্জা কোথায় । আগে বল তুই চাকরি পাইছত অথছ আমাকে বলছ না কেন (রেগে )
___বলার সময় পাইলাম কই ।
___হু আজকে রাতে খবর আছে তোর ।
___আমি আর কিছু না বলে নিধিকে পাঁজকোলে করে ছাদে যাবার জন্য সিড়ি বেয়ে উঠতে লাগলাম আর নিধি প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকাই রইছে কিছু বলছে না একটু না অনেক খানি অবাক হইছে ।
___ছাদে যেয়ে নামিয়ে দিলাম তারপড় দুজনেই বসে পড়লাম ।
___নিধি তুই না গল্প শুনবি ?
___হুম শুনবো তো বল ।
___একটা ছেলে একটা পরিবারে জন্ম গ্রহন করছে তার খেলার সাথী হিসাবে তার তিন বছরের ছোট চাচাতো বোন একমাএ সঙ্গী । দুজন একসাথে বেড়ে উঠেছে কিন্তু ছেলেটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মেয়েটাকে ভালোবাসতে শুরু করে কিন্তু কখনো বলে না । একদিন মেয়েটা তাকে বলে সে ছেলেটাকে ভালোবাসে । সেদিন ছেলেটা এতো খুশি হয়েছিল যা বলার বাহিরে ...
___কেমন হলো গল্পটা নিধি ....
___তুই তো আমার আর তোর কাহীনি বলছত তবে আমি জানিনা তুই এতো আগে থেকে আমাকে ভালোবাসছ ।
___হুম এটা আমাদের কাহীনি কারন এটা গল্প না সত্যি ।
___সারাজীবন আমাকে ভালোবাসতে হবে কিন্তু ।(জরিয়ে ধরে )
___হুম বাসবো ।
___আচ্ছা রবিউল যখন তোকে এটা ওটার ভয় দেখিয়ে কাজ করাইতাম তখন তুই বাধাঁ দেস না কেন ?
___কারন তোকে এ জন্যই আমি ভালোবাসতাম । তোর ব্লাকমেইল করার ভিতরে যে দুষ্টামি আছে না আমি ওইটারি প্রেমে পড়ছিলাম । সে জন্য কত সুযোগ হাতে আসার পড়েও তোর ব্লাকমেইল বন্ধ করি না ।
___আর তুই আমার পাগলামি সয্য করছ বলেই তোর প্রেমে পড়ছি (এখনো জরিয়ে ধরে )
___আচ্ছা ঘুমাবো এখন নিচে যাই চল ।
___কুলে নিয়ে যা(গলা জরিয়ে ধরে)
___কি আর করবো কোলে ত নিতে হবেই না হলে আবার কি করে কে জানে ।
কুলে করে বিছানায় নামিয়ে দিলাম ।
___কিরে বালিশ কেন দুইটা (নিধি)
___মনে হয় আম্মু দিয়ে গেছে (আমি)
___বালিশ একটা থাকবে বুজ্জত ।আর আমি তোর বুকে ঘুমাবো ।
___এটা আমি জানি । তোরে বুকে না নিলে আমারো ঘুম হয় না ।
___নিধি একটা বালিশ নিয়ে রুম থেকে বাহির হয়ে গেল । আর আমি শুয়ে রইলাম । কিছুক্ষন পরে নিধি এসে আমার উপর শুয়ে রইলো ।
___নিধি এখন থেকে আমরা তুমি করে বলি ?
___ না আমি তোকে তুই করেই বলবো (নিধি)
___দেখ আমরা যদি তুই করেই বলি লোকে কি বলবে তারপড় আমাদের সন্তান কি শিখবে ।
___নিধি সন্তানের কথা শুনেই আমার শার্টের কলার চেপে ধরে বুকের সাথে মাথা চেপে ধরছে মনে হয় লজ্জা পাইছে।
___নিধি আমার দিকে তাকা (আমি)
___ না আমি তাকাবো না আমার লজ্জা করে (মুচকি হাসি দিয়ে)
___ আব্বু আম্মুর সাথে যে বলছত সে সময় লজ্জা করে না ।
___না করে না (আরো শক্ত করে চেপে ধরে)
___নিধি চাই আমরা তুমি করে বলা প্রেকটিজ করি এখন থেকে ।
___আচ্ছা ?
___ প্রথমে তুই আমাকে ভালোবাসি বল (আমি)
___আমি
___হুম তুমি
___তোমাকে
___হুম আমাকে
___ভালোবাসি (শক্ত করে জরিয়ে ধরে )
___পাগলি লজ্জা পেতে হবে না তবে তোমার শাস্তি আছে (আমি)
___কি শাস্তি (জিঙ্গাসু দৃষ্টিতে)
___আমাকে কষ্ট দেওয়ার জন্য আজকে সারারাত আদোর করতে হবে তোমার !
___তবরে সয়তান বলেই জরিয়ে ধরা অবস্থায় চুমো দিয়ে ধরছে ।
ওদের একা ছেড়ে দেন । পরবর্তীতে ওদের সন্তান কোন গল্প তৈরি করবে .....
_______ সমাপ্ত _________

Post a Comment

Previous Post Next Post