![]() |
সিজন ২ |
ব্লাকমেইলার চাচাতো বোন
পার্টঃ ৩য়
রোমান্টিক ভালোবাসার গল্প
___নিধি চাকড়ি তে জয়েন করছে আমাকে বেশি সময় দেয় না এখোন আর আমাকে রাতে জরিয়ে ধরে ঘুমায় না । আস্তে আস্তে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে । তাকে কোথাও ঘুড়তে যেতে বললে সে বিজি থাকে আর তার অবসর সময়ে বললে সে বলে তার এখন রেস্টের সময় তবে আমি টের পাচ্ছি সে আমার থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে ....
___নিধি চল আজকে ঘুড়তে যাই ।
___তুই কি মনে করিস আমি নেচে খেলে দিন পার করি যে তোর সাথে ঘুড়তে যাবো ।
___আগে তো ঘুড়তে যেতে বায়না ধরতি ।
___রবিউল শোন আগে আমি ছোট ছিলাম তাই এমন করতাম ।এখন যথেষ্ট বুঝি তাই আগের কথা নিয়ে আমাকে বিরক্তি করবি না ।
___কি আমি বিরক্তি করি তোকে । আমার কেয়ার আমার ভালোবাসা তোর কাছে বিরক্তি মনে হয় (অবাক হয়ে )
___হুম বিরক্তি লাগে কারন তোর ফ্যমিলির প্রতি কোন দায়িত্ব নাই । আর শুধু ভালোবাসা দিয়ে পরিবার চলে না ।
এই বলেই নিধি হন হন করে চলে গেল । একবার পিছনে ফিরে তাকালো না যদি তাকাইতো তাহলে দেখতো একজন তার চলে যাওয়ার দিকে চাতক পাখির মতো তাকিয়ে রইছে ।
___নিধি শিক্ষিতা করতে চলে গেছে আমি বাড়িতে বসে রইছি । সকালকার কথা ভাবতাছি আমি যেন এটা মেনেয় নিতে পারছি না ।আমার বিশ্বাসই হচ্ছে না নিধি আমাকে কথা গুলো বলল ।তখনই মোবাইলে একটা টুং করে মেসেজ আসলো ...
___মেসেজ টা পরে আমি কথা বলা বন্ধ হয়ে গেছে এ যে অতি খুশির কারনে কারন আমার চাকরি হয়ে গেছে তখনই ফোনটা বেজে উঠলো ..
___আসসালামালাইকুম ...
___অলাইকুমসালাম আপনি কি রবিউল (একটি মেয়ে)
___জি আমি রবিউল ।
___আপনি আমাদের কম্পানিতে সিলেক্ট হয়েছেন । কালকে কিছু দরকারি কাগজ নিয়ে চলে আসবেন তা মেসেজে যানানো হয়েছে ।
এই বলেই ফোন টা কেটে দিল ।
___আচ্চা আমি যদি নিধিকে যেয়ে এ কথা যানাই তা হলে সে অনেক খুশি হবে । আর দেরি করা চলবে না তাই রডি হয়ে চলে গেলাম নিধির স্কুলের উদেশ্য আর কি কি করবো তাকে নিয়ে তা ভাবতাছি । তবে এমন কিছু দেখবো আশা করি নাই । স্কুলে যাওয়ার আগে একটা বাজার দিয়ে যেতে হয় সেখানে দেখলাম নিধি একটা ছেলের সাথে যাইতাছে ।তা দেখে তো আমার মাথা ঠিক নাই কারন এ ছেলে কে আমি কখনই দেখি নাই আর নিধির আত্তীয় ও না । তার মানে নিধি এ ছেলের সাথে কিছু চলছে । এজন্যই নিধি আমাকে ইগনোর করে ।
আমি তদের পিছু নিলাম দেখি তারা কি করে ।
কিছুক্ষন পরে তারা রেষ্টুরেন্টে ডুকলো এবং কফির অর্ডার দিলো । ছেলেটা বার বার নিধির হাত ধরতাছে । আর তো বসে থাকা যায়না
___ঠাসসস করে দিয়ে দিলাম একটা নাকে বরাবর ঘুসি । গর গর করে রক্ত পড়তাছে ।
___ঠাসসস ঠাসসস কি ভাবছেন ছেলেটা আমাকে মারছে আরে না আমাকে আমার কিউট বউ নিধি মারছে ।
___ওই তুই ওরে মারলি কেন (নিধি)
___আমি অবাক হয়ে তার দিকে শুধু তাকিয়ে রইলাম কথা বের হচ্ছে না ।
___ওই তোকে কি বলছি উওর দে (চিৎকার করে )
সবাই আমাদের দিকে তাকিয়ে রইছে ।
___আচ্ছা নিধি এই বখাটে কে কি চিনো (ছেলে)
___এই বখাটে টা আমার চাচতো ভাই ।
___নিধির কাছে চাচতো ভাই নাম টা শুনে বুক টা কেপে উঠল । এই আমি কাকে ভালোবেসেছিলাম যে কিনা নিজের স্বামীর পরিচয় গোপন করে ।
___চল তো এদের আবার বিশ্বাস নাই কি থেকে না কি করে ফেলে (ছেলে)
তারপড় নিধির হাত ধরে চলে যায় । নিধি বারবার আমার দিকে তাকাইছিলো জানি না কেন তবে আর জানার ও দরকার নাই ।
___আমি রাত করে বাড়ি ফিরতাছি হাতে সিগারেট পকেটে সিগারেটের পেকেট । যত মানুষই বেইমানি করে সিগারেটের ধোয়া কখনো বেইমানি করে না ।
রুমে এসে সিগারেট টানতাছি আর ভাবি নিধিকে তো কোন অংশে কম ভালোবাসি না তাহলে কেন এমন করতাছে এসব ভাবনার মাঝে আম্মু এসে খাবার জন্য বলে গেছে । তাই ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে ।
___খাবার খাওয়ার সময় নিধি বার বার আমার দিকে তাকাইছিল আমি দেখেও না দেখার ভান করে রইছি হালকা কিছু খেয়ে উঠে চলে গেলাম ছাদে । খাবারের রুচি চলে গেছে । ছাদে যেয়েই সিগারেট ধরাই টানতাছি মাথা কাজ করা বন্ধ করে দিছে তখনই পিছন থেকে কে জানি জরিয়ে ধরছে ।
আমার আর বুজতে বাকি রইলো না নিধি ধরছে ।
___নিধি ছাড় আমাকে ।
___নিশ্চুপ ।
___নিধি আমি তোকে বলছি ছেড়ে দিতে ।
___না আমি তোকে ছারবো না আগে বল মাফ করছত ।
___কিসের জন্য মাফ চাইতেছিস আমি তো কিছুই জানি না ।
___বিকালে যে তোকে তাপ্পড় দিলাম সে জন্য ।
___আরে আমি কিছু মনে করি নাই ।
___আমাকে ছেড়ে দিয়ে সামনে এসে ....
___সত্য তো তুই আমাকে মাফ করে দিয়েছি।
___হুম সত্য ।
___আচ্ছা তো সিগারেট টা ফেলে দে ।
___সিগারেট কেনো ফেলবো ।
___কারন তুই আমাকে বলেছি তুই সিগারেট খাবি না ।
___আমি বখাটে তাই আমি সিগারেট খাই ।
___তুই আবার আগের কথা উঠাইছত কেন আগের সব কিছুর জন্য সরি মাফ করে দে ।
___আচ্ছা দিলাম এবার যা ডিস্ট্রাব করিস না ।
___তার মানে তুই সিগারেট ফেলবি না ।
___না ফেলবো না ।
___আমি কিন্তু বড় আব্বুকে এখন বলে দিবো ।
___দেখ নিধি চাচাতো বোন আছিস চাচাতো বোন থাক এর বেশি কিছু হবার চেষ্টা করিস না
___চাচাতো বোন মানে আমি তোর বউ হই বউ (রেগে)
___কি বউ তাও আবার তুই । কই তখন তো দেখলাম না তুই নিজেকে আমার বউ বলে পরিচয় দিতে ।(বলেই দিলাম সিগারেটে টান )
___আমাদের বিবাহর কথা ইস্কুলের কেউ যানে না তাই আমি তোকে চাচতো ভাই বলছি ।
___ও হো কারন ছেলেটা তোর বয়ফ্রেন্ড ছিল সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ভয়ে আমাকে তোর চাচতো ভাই বলেছিস ।
___ছেলেটা আমাদের ইস্কুলের হ্যাডস্যার । আমার বয়ফ্রেন্ড না ।
___আমার থেকে তোর হ্যডস্যার বড় ।
___মানে সে কেন বড় হবে ।
___তাহলে আমি যখন ঘুড়তে যেতে বলতাম তখন তোর ব্যস্ততা বেড়ে যায় আর হ্যডস্যার বললে তোর সময়ের অভাব থাকে না ।
___আজ স্যারের বার্থডে তাই কফির কথা বলল আর মানা করতে পারি না । এজন্য তুই আমার সাথে এমন করবি ।
___নিধি আমার হাতের সিগেরেট টা ফেলে দিয়ে । আমার মাথাটা ধরে নিধির কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে ...
___রবিউল বিশ্বাস কর আমার কারো সাথে সম্পর্ক নাই এই চোখের দিকে তাকিয়ে বল এই চোখ কখনো কি ধোকা দিতে পারে ।(কান্না করে )
___তাহলে এতোদিনের ইগনোর আমি কি হিসাবে নিবো ...
চলবে ..........