![]() |
সিজন ২ |
ব্লাকমেইলার চাচাতো বোন
পার্টঃ ২য়
রোমান্টিক ভালোবাসার গল্প
নিধি চোখ খুলে দেখে আমি তার দিকে অপলক ভাবে তাকিয়ে আছি নিধি মুচকি হেসে আস্তে করে আমার ঠোঁটে চুমু দিয়ে ধরছে ..আমিও ধরছি ....
___তুই ও তো কম করস না ।
___তুই তো চাকরি পাইচত । এখন তো চাকরির পিছনে সময় দিবি আমাকে তো সময় দিবি না ।
___আরে কি বলিস কোথায় চাকরি আর কোথায় তুই ।
___আমিও বলি কোথায় চাকরি আর কোথায় বেকার আমি ।
___এখন কিন্তু মাইর দিব রবিউল তুই যানোচ না আমি তোকে কত ভালোবাসি ।(কান্না মাখা কন্ঠে)
___আচ্ছা কান্না করতে হবে না আমি জানি আমার পাগলি আমায় কত ভালোবাসে ।
___হুম মনে থাকে যেন ।
___হুম মনে থাকবে ।
___আমরা কথা বলতে বলতে রাতের খাবারের জন্য ডাক পড়লো । তাই নিচে চলে গেলাম খেতে । খাবার খাওয়ার সময় নিধি ...
___বড় আব্বু আমি একটা কথা বলতে চাই ।
___হুম বল তোর বলতে আবার পারমিশন লাগে ।।
___আমি আর রবিউল একসাথে থাকি এখন থেকে ।
___না আমি বলছিনা রবিউল আগে প্রতিষ্ঠিত হউক তারপড় একসাথে থাকতে পারবি ।
___এখন তো আমি চাকরি পাইছি । এতে হবে না ।
___না হবে না । রবিউল পেতে হবে ।
___আচ্ছা(মন খারাফ করে)
___আমি আর কি করবো আব্বুর আর নিধির কথা শুনতাছি ।
তারপড় খেয়েদেয়ে চলে আসলাম রুমে ।
___কিছুক্ষন পর নিধি এসে বলতাছে ।
___যে আশায় চাকরি লইলাম সেটাই পূরন হলো না ।
আমি শুনেও চুপ করে রইছি কি আর বলতাম ওকে ।
___রবিউল কালকে তো শুক্রবার।
___হুম তো ।
___আমি তোকে নিয়ে ঘুড়তে যাবো ।
___কেন ?
___মনে কর আমার পক্ষ থেকে ট্রিট ।
___অন্য একদিন নিবো ।
___না আমি পরে ফ্রি নাও থাকতে পারি ।
___বাহ্ চাকরি জয়েন করার আগেই বিজি থাকতে শুরু করে দিলি ।
___আচ্ছা যা যাবো কিন্তু কালকেও যাবো ।
___আচ্ছা যাবো ।
তারপড় আমরা প্রতিদিনের মতো ঘুমিয়ে গেলাম । তবে আমরা যে একসাথে ঘুমাই আম্মু কিছুটা বুজতে পারছে কিছু বলে না।
___সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে ।
তারপড় দুষ্টামি করতে করতে নামাজের সময় হয়ে গেছে । পান্জাবি পড়ে রেডি হওয়ার পর নিধি এসে টুপি পড়িয়ে কপালে চুমু দিয়ে...
___আমার জন্য দোয়া করিস কিন্তু(নিধি)
___তুই তো আমার প্রতি মোনাজাতে থাকস । কারনটা তোর জানা আছে ।
___হুম জানি তো আমার পাগল ।
___তারপড় মসজিদে এসে নামাজ পড়ে বাড়িতে চলে গেলাম । খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম । বিকালে ঘুড়তে যেতে হবে তাই বিশ্রাম নিলাম ।
___কিছুক্ষন পড়ে দেখি নিধি এসে আমার উপড় শুয়ে রইছে ।
___নিধি যাবি না ঘুড়তে ।
___হুম যাবো তো ।
___তাহলে রেডি হো শুয়ে রইছত কেন ।
___কি করবো তোর উপর ঘুমাতে মন চাচ্ছে তাই শুইলাম ।
___আচ্ছা যা রেডি হো ঘুড়তে যাবো ।
___যেতে পারি এক শর্তে ।
___কী ?
___তুই যদি নিজে আমাকে সাজিয়ে দেছ ।
___মেকাপ দিয়ে দিতে তো পাড়ি না ।
___মেকাপ না শাড়ি পড়িয়ে দিবি ।
___কিহ্ আমি তো শাড়ি পড়াতে পাড়ি না ।
___আমি বলে দিবো তুই পড়িয়ে দিবি ।
___নিজেকে সামলাতে পাড়বো না তো ।
___সামলানো লাগবে না আমি তো তোর বউ ।
___আচ্ছা দেখি পাড়ি কি না ?
___তারপড় নিধি যেয়ে তার রুম থেকে শাড়ি নিয়ে আসলো । আর দরজা লাগিয়ে দিলো । আর শাড়িটা আমার হাতে দিলো ...
___ধর পড়িয়ে দে ।
___তারপড় আর কি পড়িয়ে দিলাম কাহিনী টা না হয় অন্য একদিন বলবো ।
___রবিউল তুই হলুদ পান্জাবিটা পড় ।
___আমার হলুদ পান্জাবিটা পাচ্ছি না ।
আচ্ছা দ্বারা আমি এনে দিচ্ছি এই বলে কিছুক্ষন পড়ে আমার হাতে হলুদ পান্জাবিটা দিলো ।
___পান্জাবিটা কই পেলি তুই আমি কত খুজছি ।
___তুর না জানলেও চলবে । দে আমি তোকে পান্জাবি পড়িয়ে দিবো ।
___পারবো না আমার লজ্জা করে ।
___আমার শাড়ি পড়াতে তোর লজ্জা করে না ।
___না তো ।
___তাহলে এখন ও করবে না এই বলে আমার আগের পান্জাবিটা খুলে পেললো ।
___পান্জাবিটা হাতে নিয়ে এক ধেনে আমার বুকের দিকে ছেয়ে রইলো নিধি ।
___কিরে কি দেখোছ এভাবে ।
___নিশ্চুপ শুধু তাকিয়ে রইছে ।
___এই নিধি ( ধাক্কা দিয়ে)
___নিধি আস্তে আস্তে আমার লোমসওয়ালা বুকে চুমু খেল । তারপর হাত বুলিয়ে দিতে লাগলো ।
___রবিউল তোর বুকের তিলটা কেন জানি আমাকে তোর দিকে টানে মন চায কামড় দিতাম ।
___এই না না এমন করিস না ।
___তারপড় আমাকে পান্জাবি পড়িয়ে দিলো ।
নিধি নীল শাড়ি আর আমি হলুদ পান্জাবি পড়ছি । ঘুড়তে বেড় হয়ে গেলাম । একটা রিক্সা নিলাম দুজনেই উঠেছি ।চলে গেলাম পার্কে সেখানে আমি নিধির সাথে বসে রইছি যখন আমি কিছু বলতে যাবো তখন একটা ছেলে এসে বলতাছে ...
___ভাইয়া এনার সাথে কিছু কথা আছে ।(নিধিকে দেখিয়ে)
___কেন ?(আমি)
___একটু ধরকার (ছেলে)
___আচ্ছা বলো(আমি)
___আপনি যদি একটু দূরে যেতেন(ছেলে)
___না যা বলার ওর সামনেই বলো(নিধি)
___আচ্ছা আমি তোমাকে ভালোবাসি (ছেলে)
___আমি দেখি নিধি হাত মুষ্টিবদ্ধ করতাছে তাই দেরি না করে ইশারা করলাম যাতে ছেলেটাকে কিছু না বলে ।তখন আমি...
___ভাই তুমি কাকে কি বলতাছো জানো ও আমার কি হয় ।
___জানি ও তোমার বোন হয় ।
___একথা শুনার পর আমার মাথায় রক্ত উঠে গেল ছেয়ে দেখি নিধি আমার থেকে বেশি রেগে গেছে তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ...
___ওর সাথে আমার বিবাহ ঠিক হইছে তুমি কি জানো ।
___না তো আমি তো জানি না ।
___তোমার জানা উচিত ছিলো । আমি না থাকলে তুমি আজ সুস্থ ভাবে বাড়ি যেতে পাড়তে না ।
___ভাইয়া আসলে আমি জানি না । জানলে কখনই প্রপোজ করতাম না ।(মুখ মলিন করে)
___আচ্ছা যাও পরবর্তীতে যাতে এমন ভুল না হয় ।
___ছেলেটা চলে গেল ছেয়ে দেখি নিধি এখনো রেগে আছে তাই আমি নিধির কোলে মাথা রাখলাম আর সে বিলি কেটে দিতে লাগলো এভাবে সারাদিন ঘুড়াঘুড়ি করে চলে আসলাম বাড়িতে ।
___নিধি চাকড়ি তে জয়েন করছে আমাকে বেশি সময় দেয় না এখোন আর আমাকে রাতে জরিয়ে ধরে ঘুমায় না । আস্তে আস্তে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে । তাকে কোথাও ঘুড়তে যেতে বললে সে বিজি থাকে আর তার অবসর সময়ে বললে সে বলে তার এখন রেস্টের সময় তবে আমি টের পাচ্ছি সে আমার থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে ....
চলবে....