ব্লাকমেইলার চাচাতো বোন ( পার্ট-২ ) | বাংলা রোমান্টিক ভালোবাসার গল্প | চাচাতো বোনের সাথে প্রেম | ব্লাকমেইল ভালোবাসার গল্প

 

ব্লাকমেইলার চাচাতো বোন

ব্লাকমেইলার চাচাতো বোন

পার্টঃ ২য়

রোমান্টিক ভালোবাসার গল্প ( শুরু )

নিধি আস্তে আস্তে আমার কাছে এসে হাত দুইটা আমার পিঠে ঠেকিয়ে আস্তে করে আমার ঠোঁট তার মুখে ঢোকে নিল ......
কতক্ষন ছিলাম জানি না নিধি এরপর ছেড়ে দিয়ে বলতাছে ।

___এই তুই সিগারেট খাইছত (রেগে)
___ইয়ে মানে না খাইনা ।(আল্লাহ এ বারের মত বাছাই নেও মনে মনে)
___কি তাইলে সিগারেটের গন্ধ কেন তোর ঠোঁটে।
___আরে কতদিন ধরে সিগারেট খাইতাছি একদিনে কি গন্ধ চলে যাবে নাকি।
___ওই আমারে বেকুব পাইছত ।
___হুম (বলেই মুখে হাত দিছি কি বলে ফেললাম )
___এই তোর ধারে আর সিগারেট আছে।
___হুম আছে (ধুর আবার কি বলে ফেললাম)
___সিগারেট নিয়ে ছাদে আয় তাড়াতাড়ি ।
কি আর করুম সিগারেট নিয়ে ছাদে রওনা হলাম । এছাড়া আর উপায় নাই ।
___দে আমার হাতে সিগারেট দে আর লাইটার দে (নিধি)
___ধর নে ।

ওমা নিধি নিজে সিগারেট ধরে টানছে আমি ত অবাকের শেষ সিমানায় । সিগারেটের ধোয়া নিধির চোঁখে যাওয়ার ফলে চোঁখ লাল হয়ে গেছে আর কান্না কান্না ভাব চলে আসছে ।
আরো অবাক করে দিয়ে আমার হাতে মোবাইল দিয়ে বলতাছে।


রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ১ )

___ধর কয়টা ছবি তোল আমার ।
___কেন ।
___এই যে প্রথম সিগারেট খাইছি এটাকে ক্যামরা বন্ধি করতে হবে না ।
___আমার ত সাদা মনে কাদা নাই কয়টা ছবি তোললাম আর কি ।
___নিধি মোবাইলটা হাতে নিয়ে আমাকে জরিয়ে ধরে কিস করা শুরু করছে ।আমি ত পাথরের মত হয়ে গেলাম ।
___কি হচ্ছে নিধি যখন তখন আমাকে চুম্মা দেছ কেন (রেগে)
___সে সময়ের কিস টা মন মত হল না কারন তোর সিগারেটের ঠোঁট আর আমার লিপিষ্টিকের ঠোঁট কিন্তু এখন দুজনের টা সিগারেটের ঠোঁট একদম পারপেক্ট কিস ।
___আমি আজকে চাচাকে বলব তোর বিয়ে দিয়ে দিতে ।
___বলিস সমস্যা নাই কারন বিয়ে তো তোর সাথে হবে ।
___মানে কি বলিস এগুলা ।
___হুম বলব আমরা দুজন দুজনকে ভালোবাসি ।
___কি কবে আমি তোকে ভালোবাসি বললাম ।
___বলিস নাই কিন্তু এখন বলবি ।
___কি ইমপসিবল ।
___এই নিধি চাইলে সবই পসিবল ।
___কিভাবে ।
তখন নিধি একটু আগে যে ছবি তোললাম সেটা দেখিয়ে বলতাছে
___তুই এ ছবিটার মর্ম বুঝছ ।
___না তুই বল ।
___মনে কর আমি তোর বাবাকে যেয়ে বললা বড় আব্বু তোমার ছেলে আমাকে জোড় করে সিগারেট খেতে বাধ্য করেছে এবং ছবি তোলছে আর বলে এ ছবি নাকি ফেসবুকে আপলোড দিব ।
সামান্য কয়টা লাইক কমেন্টের জন্য আমাকে সিগারেট খেতে বাধ্য করেছে বড় আব্বু ।যদি এ কথা বলি তাহলে তোর কি অবস্থা কি হবে ভাবছত একবার ।

রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ২ )

___এ কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে । যদি একথা বলে তাহলে মসলা বাটার মত সবাই আমাকে বেটে পেলবে ।
তখন আমি বললাম ।
___তুই একথা বলবি আব্বুকে ।
___যদি তুই এখন আমাকে প্রপোজ না করছ তাহলে বলব ।
___না না করব করব তোকে এখনই করব ।(তাড়াহুরা করে)
___হুম কর (মুচকি হেসে)
___আই লাভ ইউ নিধি
___আই লাভ ইউ টু আমার বাবুতা ।

এ কথা বলেই নিধি ছাদ থেকে নেমে গেল ।
আর আমি দাড়িয়ে দাড়িয়ে মুচকি মুচকি হাসতাছি হয়তো আমিও নিধিকে ভালোবাসি অনেক আগে থেকে যা কখনো বলা হয়ে ওঠেনি ।
সকালে ঘুম থেকে ওঠে অবাক কারন আজকে নিধি আমার কাছে আসে নাই ঘড়ি ছেয়ে দেখি ১০ টা বেজে গেছে । কেউ আমাকে ডাকলো না আশ্বর্য ।
ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম কিন্তু একটা ব্যপার লক্ষ করলাম বাড়িটা কেমন যেন নিস্তব ।

___আম্মু খাবার দেও ।
___তোর আজকে খাবার বন্ধ ।
___কেন (অবাক হয়ে)
___কারন তোর জন্য নিধি তার নানুর বাসায় চলে গেছে তাই ।
___কিন্তু কেন গেল ।
___তুই বিলে নিধির সাথে রাগারাগি করছত তাই চলে গেছে তুই যদি তাকে বাড়ি আনতে পারছ তাহলে তুই খাবার পাবি ।
___ধুর ভালো লাগে না । মোবাইল আর মানিব্যাগ নিয়ে বেড়িয়ে পড়লাম বাজারের উদ্যেশে । পেটের খিদা ভালোলাগে না তাই খাবার খেতে ডুকলাম ।

রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ৩ )

খাবার খেয়ে বিল দিতে গিয়ে মানিব্যাগে একটা কাগজ পেলাম ।
কাগজে লেখা আছে
কালো পান্জাবিটা পড়ে আমাকে নিয়ে যা ।
আমার আর বুঝতে বাকি রইলো না এটা নিধির লেখা ।
বাড়িতে এসে পান্জাবিটা পড়ার সময় দেখলাম হলুদ পান্জাবিটা নাই । এগুলা পড়ে ভাবা যাবে আগে নিধিকে নিয়ে আসি ।
চলে গেলাম নিধির নানুর বাড়ি।
আসতে আসতে 2:30 বেজে গেছে ।
নিধির নানুর বাড়ির সবাই আমাকে চিনে তাই সবার সাথে কুশল বিনিময় করে নিধির কাছে গেলাম যেয়ে দেখি তানহার(নিধির মামতো বোন) সাথে কথা বলতাছে ।

___তানহা কেমন আছো।(আমি)
___ভালো তুমি কেমন আছো(তানহা)
___আমিও ভালো আছি ।
___তাড়পড় নিধিকে বললাম চল বাড়ি চল তোর জন্য আম্মু আমাকে খেতে দেয় না ।
___আমার কথা শুনে তাড়া দুজনেই হাসতে শুরু করছে।
___হাসা হাসি বন্ধ হলে চল বাড়ি চল ।
___না আমি যাবোনা ।
___কেন (মুখটা মলিন করে)
___এমনেই ।
ভাইয়া আজকে থেকে যান কালকে চলে যইয়েন ।
___না চলে যাব নিধিকে নিয়ে ।
___আমি যাবো না (নিধি )
___কিন্তু কেন যাবিনা বল ।
___তানহা তুই মামির কাছে যা ।
___ঠিক আছে ভাবি (মুচকি হেসে চলে গেল)
___আচ্ছা নিধি তানহা তোকে ভাবি ডাকলো কেন ।(প্রশ্নসূচক দৃষ্টিতে)
___কারন তানহার ভাই তুই ।(বলেই জরিয়ে ধরল)
___আচ্ছা বাড়ি যাবি না কেন বল ।
___ছাদে এসে আবার প্রপোজ কর তবেই বলব ।
___আচ্ছা ত চল ।
___হুম তবে এবার কোন আমি ব্লাকমেইল করব না । তুই যদি নিজ থেকে ভালোবাসিস বল না হলে বলিস না ।
ছাদে এসে ....

রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ৪ )

নিধি হয়তো তুই জানোস না আমি তোকে কত আগে থেকে ভালোবাসি । হয়তো বলা হয়নি তবে আমি তকে অনেক ভালোবাসি ।
ভালোবাসি তোর পাগলামিগুলোকে ।
ভালোবাসি তোর অধিকার খাটানোকে ।
আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ব্লাকমেইলার চাচাতো বোনকে
নিধি কিছুক্ষন আমার দিকে তাকিয়ে তাড়পর জরিয়ে ধরে বলল।

___আমিও তোকে অনেক ভালোবাসি । একমাএ তুই আমার পাগলামিগুলোকে উপভোগ করছ আর সবাই
বিরক্ত হয় তোকে আমি হারাতে চাই না অনেক বেশি ভালোবেসে পেলছি তোকে ।(কান্না করে )
___তোকে যে প্রপোজ করলাম আমার গিপ্ট কই ।( কিস নেওয়ার ধান্ধা আরকি কিন্তু নিধি আমাকে নিরাশ করে বলল)
___ধর তোর স্পেশাল গিপ্ট।
আরে ভাই কি কমু সামনে একটা ভেপ ধরিয়ে বলতাছে ।
___আমি জানি তুই এত তাড়াতাড়ি সিগারেট ছাড়তে পারবি না তাই সিগারেট ছেড়ে এটা ধরবি পড়ে আবার এটাও ছেড়ে দিবি বুঝছো বাবু ।
___দোয়া করি তোর মতো জি এফ যাতে সবার কপালে ঝোটে ।
___বেশি কথা না বলে খেয়ে দেখ এটা কি ফ্লেভারের ।
___ধরে টান দিয়ে বললাম অরেন্জ ফ্লেভারের ।
___চাই আমার কাছে দে আমি দেখি কি ফ্লেভারের ।
___নে দেখ ।
তারপড় নিধি ধরে এক টান দিয়ে ধোয়া মুখে থাকা অবস্থায় আমাকে টেনে নিয়ে চার ঠোঁট এক করে দিল .........

চলবে.........

Post a Comment

Previous Post Next Post