ব্লাকমেইলার চাচাতো বোন
পার্টঃ প্রথমরোমান্টিক ভালোবাসার গল্প ( শুরু )
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি নিধি আমার বুকের উপর শুয়ে আছে একদম লেপ্টে ।একটু আশ্বর্য হলাম কারন নিধি আমার চাচাতো বোন প্রায় সময় সে এসে শুয়ে থাকে খাটের অন্যপাশে । কিন্তু আজ নিধির পুরো শরীল আমার ওপর । আমি আস্তে করে যখন নিধিকে ওপর থেকে সরাতে যাব তখন সে আমার সামনে ওর মোবাইলটা ধরছে । আর তাতে স্পষ্ট দেখা যায় আমি সিগারেট টেনে ধোয়া ছাড়ছি । আমার আর বুঝতে বাকি রইল না এখন সে যা করবে আমার তাতে সায় দিয়ে চলতে হবে। না হলে এই ছবি আম্মু ও আব্বুর কাছে চলে যাবে আর আমাকে বেদম পিটানি দেবে ।
কিছুক্ষন নিধির ঘুম হলে পর সে মুচকি হাসি দিয়ে ওপর থেকে ওঠে চলে গেছে ।
এখন আপনাদের পরিচয় দেবার পালা আমি রবিউল আর যে আমার বুকে শুয়ে রইল সে হচ্চে আমার চাচাতো বোন নিধি । আমার আব্বু আর নিধির আব্বু দুই ভাই আর তারা একটা বিল্ডিং বানাইছে ওপর তালায় থাকে নিধি রা আর নিচ তলায় থাকি আমরা।
নিধি হচ্চে ছোট চাচার একমাএ সন্তান ।আর আমিও আমার আব্বু আম্মুর একমাএ সন্তান ।
জয়েন ফেমিলি হওয়ায় নিধিকে কেউ কিছু বলে না সবার চোখের মনি । আর নিধি ইন্টার সেকেন্ড ইয়ারে আর আমি অনার্স ফাস্ট ইয়ার । সবই ত বললাম এবার গল্পে আসি ।
যখন থেকে নিধি আমাকে ইতির (আমার ক্লাসমেট ) সাথে দেখেছে তখন থেকে আমাকে চোখে চোখে রাখে আর যদি কোন কথা অমান্য করি তাহলে সে আব্বু আম্মু ভয় দেখায় ।
কিছুক্ষন পর আবার এসে বলতাছে ।
নিধিঃ- আজকে আমাকে ঘুড়তে নিয়ে যাবি ।(আমাকে তুই করে বলে )
আমিঃ- পারব না ।
নিধিঃ- তোকে পারতে হবে না এই দেখ তুই যে রাস্তাই মারামারি করছু তার ভিডিও ।
আমি ত ভিডিও দেখে অবাক আরে এ তো সেদিন এক বন্ধুকে বাচাতে গেছিলাম মারামারির হাত থেকে তাই তো যারা মারছে তাদের কে একটু মারতে হল ।
আমি আর কিছু না বলে নিধিকে বললাম।
আমিঃ- কখন যেতে হবে ।
আমি যানি যতই বলি না কেন আমাকে যাইতেই হবে তাই অযথা সময় নষ্ট করে লাভ নাই ।
___বিকালে যাবো
___আচ্চা রেডি থাকিস ।
___হুম থাকবো ।
রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ১ )
আজ শুক্রাবার তাই ঘুমিয়ে পড়লাম ।
___নামাজ পরে এসে খেয়ে বিশ্রাম নিতাছি তখন নিধি আসল ।
___কিরে কখন যাবি ।
___আমি রেডি তুই রেডি হয়ে আয় ।
___আচ্চা ।
এই বলে নিধি চলে গেল ।
কিছুক্ষন পরে আবার এসে আমার সামনে দাড়ালো ।তখন আমি মাথা উচু করে তাকালাম । আর হা হয়ে হেলাম । নিধি এমনে অনেক সুন্দর তার উপড় আবার হালকা সাঝে অপুরুপ লাগছে । কতক্ষন ছিলাম যানি না । হুশ ফিরল নিধির চুটকির আওয়াজে ।
___এই যে মিষ্টার যাবেন না ।
___হুম যাব (অপস্তুত হয়ে)
আমার গায়ে একটা হুলোদ পান্জাবি পড়া ছিল আর নিধির গায়ে বোরখা পড়া ছিল ।
আমি আর নিধি যখন বাহিরে যাব তখন আম্মু দেখে বলল ।
___বাহ তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে ।
___আমরা মুচকি হাসি দিয়ে চলে আসলাম । একটা রিক্সা নিলাম চলে এলাম একটা পার্কে ।তখন হঠাৎ নিধি বলে উঠল ।
___আচ্ছা রবিউল চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনদের বিয়ে হয় জানোস ত ।
___তা তো হয় ।
___আচ্ছা ত বল প্রেম হয় নি ।
___বিয়ে হলে প্রেম হবেনা কেন ।
___আমার এক ক্লাসমেট চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে । এবং তাদের এ খবর পরিবার জেনে পেলছে তখন কি করছে যানস ।
___না তো তুই বল।
___গাঁদা তাদের বিবাহ ঠিক করে ফেলছে ।
___ও ও ।
আর একটা কথা আপানাদের বলি আমাদের মাঝে কখন জগড়া হয় না । কারন নিধি হয়তো ব্লাকমেইল করে না হলে কান্না করে জিতে নেয় । জগড়া ত কখনো হয় না কারন তাকে জিতাইতেই আমার ভালো লাগে।
আমি আর নিধি ঘাসের উপর বসছি তখন নিধি আমার কোলে মাথা রেখে বলে ।
___রবিউল আমার শরীলটানা কেমন করতাছে একটু মাথায় হাত বুলিয়ে দে ।
___কি তোর শরীল কারাফ চল বাড়ি চল তাড়াতাড়ি ।
___না যাব না একটু মাথাই হাত বুলিয়ে দে তবে ঠিক হয়ে যাবে ।
___আমি ভয়ে ভয়ে হাত ভুলিয়ে দিতে লাগলাম আর সে চোখ বুজে রইছি তখন আমার কিজে ভালো লাগছে বলে বুজাতে পারব না । নিধির মাথায় হাত বুলিয়ে দেওয়াটার ভিতরে আমার কেন ভালো লাগল তা অজানা ।
কিছুক্ষন পরে নিধি বলল ।
রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ২ )
___রবিউল তুই আর সিগারেট খাইছ না ।
___কেন খেলে সমস্যা কি ।
___অনেক সমস্যা তুই ভুজবি না (এখোনো আমার কোলে মাথা রেখে )
___আচ্ছা যা খাবো না ।(বলে ত দিলাম ভয়ে জানি না কথাটা কতটুকু রাখতে পারবো )
___সত্যি তুই খাবি না ।
___হুম ।
___তুই অনেক ভালো( শুয়া থেকে গলা জরিয়ে ধরছে )
___আমি তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে আস্তে আস্তে মুখটা উপরে উঠাচ্ছে আর আমার উপর গরম নিশ্বাস পড়ছে ।
আমি ও কেমন যেন হয়ে গেলাম আমিও মুখটা এগিয়ে নিয়ে গেলাম তখনই আমার মাথায় আসলো নিধি আমার চাচাতো বোন । আমি সরে গেলাম নিধির কাছ থেকে আর সে ঘাসের উপরে পড়ে গেল ।
___নিধি তুই এগুলা কি শুরু করচিস ।
___আমি ত কিছুই করতে পারলাম না তার আগেই ত সরে গেলি ।
___রাখ তোর ন্যকামো চাচা চাচি জানলে কি হবে একবার ভেবে দেখছিস।
___কি আর হবে বিয়ে দিয়ে দেবে ।
___পাগলামো বন্ধ কর বাড়ি যাব চল ।
___আচ্ছা চল তবে এটা আমি রাএে ঠিকই আদায় করে নিব । আর তুই হলুদ পান্জাবি আর পড়বি না ।
___কেন এটা আবার কি দোষ করছে ।
___এটা পড়লে তোকো খুব বাজে দেখায় ।
___তাহলে তোর সমস্যা কি ।
___হুহু বলে মুখ ভেংছি কাটলো ।(লুচুটার দিকে কতগুলা মেয়ে ছেয়ে রইছে তার কোন খবর নাই বাড়ি যেয়ে নেই একবার তোর পান্জাবি আর কোথাও খুজে পাবি না মনে মনে বলতাছে)
___ কি এমন পুচুর পুচুর করছ ।
___কিছু না বাড়ি চল।
রোমান্টিক ভালোবাসার গল্প ( বিরতি - ৩ )
বাড়ি আসার পর সে তার রুমে গেছে আর আমি আমার রুমে ।
___রাতে পড়তাছি নিধি এসে আমার পাশে বসল বই নিয়ে আমি ত ভাবছি পড়তে আইছে তাই আর কিছু বললাম না । কিন্তু হঠাৎ করে নিধি ওঠে দরজা লাগিয়ে আমার কাছে আসতাছে ।
___কিরে তুই দরজা কেন লাগাইছত।
___পার্কে যে টা করতে পারি না সে টা এখন করব ।
___কি .কিকরবি (তুতলিয়ে)
___ওইযে কিস করব।
___না এটা হয় না তুই আমার বোন হস ।
___হুম চাচতো বোন হই ।
___না এ হয় না ।
___বেশি কথা বললে চিৎকার করে বলব তুই আমাকে আটকিয়ে রেপ করতি চাইচত ।
আমার মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না কারন ও বললে সবাই বিশ্বাস যাইবো তখন আমার কি হবে ।
নিধি আস্তে আস্তে আমার কাছে এসে হাত দুইটা আমার পিঠে ঠেকিয়ে আস্তে করে আমার ঠোঁট তার মুখে ঢোকে নিল ......
চলবে.........